ফাইন্যান্স এ্যান্ড এ্যাডমিন অফিসার
গ্রাম বিকাশ কেন্দ্র
Vacancy
01
Job Context
- গ্রাম বিকাশ কেন্দ্র, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর, বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত CARE Bangladesh এর আর্থিক সহযোগিতায় জুলাই ২০১৭ হতে জুন ২০২০ সময়কালে Tipping Point Project, Phase II এর আওতায় উল্লেখিত পদে নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশীদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
- পদের মেয়াদকাল:১০+১২+১১=৩৩ মাস (শুরু সেপ্টেম্বর ২০১৭ হতে)
Job Nature
Full-time
Educational Requirements
- নুন্যতম বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রী, এনজিও-তে ফাইন্যান্স, বাজেট ও এ্যাডমিনিষ্টেশনে কমপক্ষে ৩-৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Experience Requirements
- 3 to 5 year(s)
Job Requirements
- কম্পিউটারে MS-Office Program(Word, Excel, Powerpoint), Internet browsing, E-mail-এর কাজে পরদর্শী হতে হবে। ফিনানশিয়াল প্লান, কল ফরোয়ার্ড, প্রকল্পের ফাইন্যান্স সংক্রান্ত দৈনন্দিন কাজ, ফাইন্যান্স-এ্য্ডামিন সংক্রান্ত প্রয়োজনীয় রির্পোট প্রস্তুত, রেকর্ড কিপিং, লজিষ্টিক ম্যানেজমেন্ট, বাংলা ও ইংরেজী উভয় ভাষায় দক্ষতা থাকতে হবে। মোটর সাইকেল চালানোর দক্ষতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
Job Location
রংপুর (পীরগাছা)
Salary Range
- Tk. 28839
- (সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড এবং উৎসব বোনাস অর্ন্তভুক্ত)। অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন বেশী হতে পারে।
- Application Deadline : Jul 10, 2017
- click here to see details
No comments:
Post a Comment