Tuesday, July 4, 2017

এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার (হিউম্যান হেলথ ডিভিশন)


এথিক্যাল ড্রাগস্ লিঃ

খালি পদের সংখ্যা
০২
চাকরির বিবরণ / দায়িত্বসমূহ
    ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট এর সেলস এবং মার্কেটিং এর ক্ষেত্রে সফল অবিঘ্নিত ট্র্যাক রেকর্ড, টিম মেম্বারদের তত্ত্বাবধান এবং নিয়োগ, সেলস পলিসি প্রস্তুত করার ক্ষেত্রে সহযোগিতা এবং টিমের টার্গেট অর্জন করতে সক্ষম হতে হবে।
চাকরির ধরন
ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
    ন্যূনতম সায়েন্স গ্রাজুয়েট হতে হবে।
অভিজ্ঞতা
  • ১ থেকে ২ বছর
অন্যান্য যোগ্যতা
    প্রার্থীদেরকে কমপক্ষে ৪৫ থেকে ৪৯ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কোন স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানী হতে বিশেষ করে বৃহত্তর নোয়াখালি এবং বরিশাল অঞ্চলে কমপক্ষে এক/ দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্হল
বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন সীমা
    যোগ্য প্রার্থীদের আকর্ষণীয় প্যাকেজ প্রদান করা হবে।

No comments:

Post a Comment

BANGLADESH CIVILIAN FORCE

Bangladesh Civilian Force

Labels